সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ বিজ্ঞান: 100+ প্রশ্ন ও উত্তর
১. চোখের জলে কোন উৎসেচক থাকে ?
উত্তর: লাইসোজাইম।
২. পায়রার বায়ুথলির সংখ্যা রয়েছে কতগুলি ?
উত্তর: ৯ টি।
৩. জল ও কার্বন-ডাই অক্সাইড কিসের উপাদান ?
উত্তর: সোডা ওয়াটার।
৪. IVF— এর পুরো অর্থ কী ?
উত্তর: In Vitro fertilization।
৫. “The Origin Of life On Earth''— বইটি কার লেখা ?
উত্তর: ওপারিন।
৬. আঙ্গুরে কোন এসিড থাকে ?
উত্তর: টারটারিক, ম্যালিক এসিড।
৭. ‘Biodiversity’— কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন ?
উত্তর: রোজেন।
৮. সবচেয়ে হালকা মৌলের নাম কী ?
উত্তর: হাইড্রোজেন।
৯. সবচেয়ে ভারী মৌলের নাম কী ?
উত্তর: ইউরেনিয়াম।
১০. বায়ুকে কী পদার্থ বলা হয় ?
উত্তর: মিশ্র পদার্থ।
১১. লোহিত রক্ত কণিকার আয়ু কত দিন থাকে ?
উত্তর: ১২০ দিন।
১২. জীব বিজ্ঞানের জনক কাকে বলা হয় ?
উত্তর: অ্যারিস্টটলকে জীব বিজ্ঞানের জনক বলা হয়।
১৩. পিতল কিসের মিশ্রণ ?
উত্তর: তামা ও দস্তা।
১৪. প্রথম পারমাণবিক ভর এর ধারনা কে প্রদান করেন ?
উত্তর: জন ডাল্টন।
১৫. ‘ফ্লুইড অফ লাইফ'— কাকে বলা হয় ?
উত্তর: পানিকে।
১৬. কোষ রস পরিবহনকে কয় ভাগে ভাগ করা যায় ?
উত্তর: ২টি ভাগে।
১৭. কোন গ্রুপের রক্তে অ্যান্টিজেন অনুপস্থিত ?
উত্তর: ‘O’ গ্রুপের রক্তে।
১৮. পাতা হলুদ হয়ে থাকার প্রক্রিয়াকে কি বলা হয় ?
উত্তর: ক্লোরোসিস।
১৯. Myocardium— কী দ্বারা গঠিত হয় ?
উত্তর: অনৈচ্ছিক পেশী।
২০. মানুষের মুখগহবরে কত জোড়া লালাগ্রন্থি অবস্থিত ?
উত্তর: ৩ জোড়া।
২১. ডায়াবেটিস রোগ হয় কোন হরমোনের অভাবে ?
উত্তর: ইনসুলিন।
২২. পিত্তরস কোথায় উৎপন্ন হয় ?
উত্তর: যকৃত।
২৩. ফুসফুস কোন পর্দা দ্বারা আবৃত ?
উত্তর: প্লুরা।
২৪. নিউমোনিয়া রোগটি মানুষের শরীরে কোথায় হয় ?
উত্তর: ফুসফুসে।
২৫. শ্বসনতন্ত্রের প্রথম অংশের নাম কী ?
উত্তর: নাসিকা।
২৬. শ্বাসনালী কয় ভাগে বিভক্ত ?
উত্তর: ২ ভাগে।
২৭. ভাইরাসজনিত রোগ বলা হয় _?
উত্তর: এ্যাজমা।
২৮. প্লুরার বাইরের স্তরটিকে কী বলা হয় ?
উত্তর: প্যারাইটাল স্তর।
২৯. মানবদেহের জৈবিক প্রক্রিয়া কোনটি ?
উত্তর: রেচন।
৩০. নেফ্রন কিসের একক ?
উত্তর: বৃক্কের।
৩১. তড়িৎ বিভাজন তত্ত্বের প্রবক্তা কাকে বলা হয় ?
উত্তর: আরহেনিয়াস।
৩২. একটি জৈব সারের নাম ?
উত্তর: ইউরিয়া।
৩৩. একটি নিষ্ক্রিয় মৌলের নাম _?
উত্তর: ক্রিপটন।
৩৪. পৃথিবীর বৃষ্টির কোন স্থানে বস্তুর ওজন সর্বাধিক হয় ?
উত্তর: মেরু অঞ্চলে।
৩৫. এসিড কত সালে প্রথম আবিষ্কার হয় ?
উত্তর: ১৯৮১ সালে।
৩৬. জীবাণু বিদ্যার জনক কাকে বলা হয় ?
উত্তর: লুইপাস্তুরকে।
৩৭. অ্যামিবার গমন অঙ্গের নাম কী ?
উত্তর: ক্ষণপদ।
৩৮. জলের সবচেয়ে হালকা ধাতুর নাম কী ?
উত্তর: সোডিয়াম।
৩৯. অক্সিজেন সিলিন্ডারে কী গ্যাস মেশানো হয়ে থাকে ?
উত্তর: হিলিয়াম।
৪০. মানবদেহে মোট হাড়ের সংখ্যা কত ?
উত্তর: ২০৬ টি।
৪১. মাইক্রো কথার অর্থ কী ?
উত্তর: অতি ক্ষুদ্র।
৪২. লোহিত রক্ত কণিকা কত দিন আয়ুষ্কাল থাকে ?
উত্তর: ৫ থেকে ৬ দিন।
৪৩. ভারতের প্রথম পারমাণবিক চুল্লি কোনটি ?
উত্তর: অপ্সরা।
৪৪. মানুষের করোটির অস্থি সংখ্যা মোট কতগুলি ?
উত্তর: ২২ টি।
৪৫. এস আই পদ্ধতিতে বলের পরম একক কী ?
উত্তর: নিউটন।
৪৬. লাইসোজোমকে কী বলা হয় ?
উত্তর: আত্মঘাতীস্থলী।
৪৭. মাছ কোথা কিসের দ্বারা নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করে থাকে ?
উত্তর: ফুলকা দ্বারা।
৪৮. দেহ প্রহরী কোষ কাকে বলা হয় ?
উত্তর: শ্বেত রক্তকণিকাকে।
৪৯. পৃথিবীর কঠিনতম ধাতুর নাম কী ?
উত্তর: হীরক।
৫০. মায়োটোম পেশি কোন প্রাণীর শরীরে দেখা যায় ?
উত্তর: মাছ।
৫১. ফল পাকাতে কোন হরমোন ব্যবহার করা হয় ?
উত্তর: ইথিলিন।
৫২. ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত ?
উত্তর: ৬ মিটার।
৫৩. মানবদেহে মোট কশেরুকার সংখ্যা কতগুলি ?
উত্তর: ৩৩ টি।
৫৪. সর্ব প্রথম কে কোষ আবিষ্কার করেন ?
উত্তর: রবার্ট হুক।
৫৫. পেশীর আবরণীকে কী বলা হয় ?
উত্তর: সারকোলেমা।
৫৬. সাদা রক্ত কণিকা কত ধরনের ?
উত্তর: পাঁচ ধরনের।
৫৭. মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি ?
উত্তর: ত্বক।
৫৮. অক্সিজেনের রাসায়নিক প্রতীক কী ?
উত্তর: O।
৫৯. পানির রাসায়নিক সূত্র কী ?
উত্তর: H₂O।
৬০. ফুসফুসের প্রধান কাজ কী ?
উত্তর: অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ।
৬১. কাঁচের প্রধান উপাদান কী ?
উত্তর: সিলিকা।
৬২. মধুতে প্রধানত কোন শর্করা থাকে ?
উত্তর: ফ্রুক্টোজ।
৬৩. কোন ধাতু সবচেয়ে হালকা ?
উত্তর: লিথিয়াম।
৬৪. দুধের প্রধান প্রোটিনের নাম কী ?
উত্তর: কেসিন।
৬৫. ভিটামিন সি-এর রাসায়নিক নাম কী ?
উত্তর: অ্যাসকরবিক অ্যাসিড।
৬৬. মাইক্রোস্কোপের উদ্ভাবক কে?
উত্তর: অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক।
৬৭. অণুজীববিদ্যার জনক কে?
উত্তর: লুই পাস্তুর।
৬৮. পেনিসিলিন আবিষ্কারক কে?
উত্তর: আলেকজান্ডার ফ্লেমিং।
৬৯. মানবদেহে হৃৎপিণ্ডের অবস্থান কোথায়?
উত্তর: বাম দিকে।
৭০. স্টেথোস্কোপের আবিষ্কারক কে?
উত্তর: রেনে লেনেক।
৭১. ম্যালেরিয়া রোগের কারণ কী?
উত্তর: প্লাসমোডিয়াম প্যারাসাইট।
৭২. মাটির পিএইচ কী দ্বারা মাপা হয়?
উত্তর: পিএইচ মিটার।
৭৩. আলোর বেগ কত?
উত্তর: প্রায় ৩,০০,০০০ কিমি/সেকেন্ড।
৭৪. কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়?
উত্তর: মঙ্গল।
৭৫. পৃথিবীর ঘূর্ণন কিসের কারণে হয়?
উত্তর: তার নিজ অক্ষের ওপর।
৭৬. সবথেকে বড় প্রাণী কোনটি?
উত্তর: নীল তিমি।
৭৭. চাঁদের কোনো বায়ুমণ্ডল আছে কি?
উত্তর: না, চাঁদের কোনো বায়ুমণ্ডল নেই।
৭৮. সূর্যের শক্তির প্রধান উৎস কী?
উত্তর: নিউক্লিয়ার ফিউশন।
৭৯. পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান কোথায়?
উত্তর: মারিয়ানা ট্রেঞ্চ।
৮০. ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কী?
উত্তর: সিসমোগ্রাফ।
৮১. পৃথিবীর মোট ভূমির কত শতাংশ বনাঞ্চল?
উত্তর: প্রায় ৩১%।
৮২. কোন গ্যাসকে ‘হাসির গ্যাস’ বলা হয়?
উত্তর: নাইট্রাস অক্সাইড।
৮৩. দুধের প্রধান শর্করা কোনটি?
উত্তর: ল্যাকটোজ।
৮৪. লোহা কোন প্রক্রিয়ায় মরিচা ধরে?
উত্তর: অক্সিডেশন।
৮৫. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?
উত্তর: মিথেন।
৮৬. কোন গ্রহকে ‘বৃহস্পতির যমজ’ বলা হয়?
উত্তর: শনিগ্রহ।
৮৭. কোন মৌল সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় পৃথিবীর ভূত্বকে?
উত্তর: অক্সিজেন।
৮৮. মঙ্গলগ্রহে প্রধানত কোন গ্যাস বিদ্যমান?
উত্তর: কার্বন ডাই অক্সাইড।
৮৯. কোনো ধাতু সবচেয়ে দ্রুত গলানো যায়?
উত্তর: পারদ।
৯০. পেনিসিলিন কোন ছত্রাক থেকে পাওয়া যায়?
উত্তর: পেনিসিলিয়াম।
৯১. কোষের মধ্যে শক্তি উৎপাদনের কারখানা কোনটি?
উত্তর: মাইটোকন্ড্রিয়া।
৯২. কোন ভিটামিন রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে সাহায্য করে?
উত্তর: ভিটামিন K।
৯৩. গাছের পাতায় কোন রঞ্জক পদার্থ থাকে?
উত্তর: ক্লোরোফিল।
৯৪. বাতাসে অক্সিজেনের শতাংশ কত?
উত্তর: প্রায় ২১%।
৯৫. পানির ঘনত্ব সর্বাধিক কোন তাপমাত্রায়?
উত্তর: ৪°C।
৯৬. কোন ধাতু বিদ্যুৎ পরিবাহিতায় সবচেয়ে বেশি কার্যকর?
উত্তর: রূপা।
৯৭. মানুষের শরীরে কোন হরমোন ঘুম নিয়ন্ত্রণ করে?
উত্তর: মেলাটোনিন।
৯৮. সূর্যগ্রহণ কত প্রকারের হয়?
উত্তর: তিন প্রকারের— পূর্ণ, আংশিক, এবং বলয়গ্রাস সূর্যগ্রহণ।
৯৯. প্রাণীজগতে সবচেয়ে দীর্ঘতম জীবনকাল কোন প্রাণীর?
উত্তর: কচ্ছপ।
১০০. কোন গ্রহকে ‘নীল গ্রহ’ বলা হয়?
উত্তর: পৃথিবী।
Related Quaries:
- Competitive exam questions and answers in bengali pdf download
- Competitive exam questions and answers in bengali pdf
- Gk questions in bengali pdf
- GK প্রশ্ন উত্তর
- বাংলা gk প্রশ্ন উত্তর mcq
- বাংলা gk প্রশ্ন উত্তর ছোটদের
- জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2024
- উত্তর সহ 50 জিকে প্রশ্ন
Post a Comment
0 Comments