Type Here to Get Search Results !

সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ বিজ্ঞান: 100+ প্রশ্ন ও উত্তর | All Compititive Exam Very Important General Science 100+Questions and answers

সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ বিজ্ঞান: 100+ প্রশ্ন ও উত্তর

প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিভাগে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ সাধারণ বিজ্ঞান প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করব যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে।

competitive exam questions and answers in bengali


১. চোখের জলে কোন উৎসেচক থাকে ?

উত্তর: লাইসোজাইম।

২. পায়রার বায়ুথলির সংখ্যা রয়েছে কতগুলি ?

উত্তর: ৯ টি।

৩. জল ও কার্বন-ডাই অক্সাইড কিসের উপাদান ?

উত্তর: সোডা ওয়াটার।

৪. IVF— এর পুরো অর্থ কী ?

উত্তর: In Vitro fertilization।

৫. “The Origin Of life On Earth''— বইটি কার লেখা ?

উত্তর: ওপারিন।

৬. আঙ্গুরে কোন এসিড থাকে ?

উত্তর: টারটারিক, ম্যালিক এসিড।

৭. ‘Biodiversity’— কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন ?

উত্তর: রোজেন।

৮. সবচেয়ে হালকা মৌলের নাম কী ?

উত্তর: হাইড্রোজেন।

৯. সবচেয়ে ভারী মৌলের নাম কী ?

উত্তর: ইউরেনিয়াম।

১০. বায়ুকে কী পদার্থ বলা হয় ?

উত্তর: মিশ্র পদার্থ।

১১. লোহিত রক্ত কণিকার আয়ু কত দিন থাকে ?

উত্তর: ১২০ দিন।

১২. জীব বিজ্ঞানের জনক কাকে বলা হয় ?

উত্তর: অ্যারিস্টটলকে জীব বিজ্ঞানের জনক বলা হয়।

১৩. পিতল কিসের মিশ্রণ ?

উত্তর: তামা ও দস্তা।

১৪. প্রথম পারমাণবিক ভর এর ধারনা কে প্রদান করেন ?

উত্তর: জন ডাল্টন।

১৫. ‘ফ্লুইড অফ লাইফ'— কাকে বলা হয় ?

উত্তর: পানিকে।

১৬. কোষ রস পরিবহনকে কয় ভাগে ভাগ করা যায় ?

উত্তর: ২টি ভাগে।

১৭. কোন গ্রুপের রক্তে অ্যান্টিজেন অনুপস্থিত ?

উত্তর: ‘O’ গ্রুপের রক্তে।

১৮. পাতা হলুদ হয়ে থাকার প্রক্রিয়াকে কি বলা হয় ?

উত্তর: ক্লোরোসিস।

১৯. Myocardium— কী দ্বারা গঠিত হয় ?

উত্তর: অনৈচ্ছিক পেশী।

২০. মানুষের মুখগহবরে কত জোড়া লালাগ্রন্থি অবস্থিত ?

উত্তর: ৩ জোড়া।

২১. ডায়াবেটিস রোগ হয় কোন হরমোনের অভাবে ?

উত্তর: ইনসুলিন।

২২. পিত্তরস কোথায় উৎপন্ন হয় ?

উত্তর: যকৃত।

২৩. ফুসফুস কোন পর্দা দ্বারা আবৃত ?

উত্তর: প্লুরা।

২৪. নিউমোনিয়া রোগটি মানুষের শরীরে কোথায় হয় ?

উত্তর: ফুসফুসে।

২৫. শ্বসনতন্ত্রের প্রথম অংশের নাম কী ?

উত্তর: নাসিকা।

২৬. শ্বাসনালী কয় ভাগে বিভক্ত ?

উত্তর: ২ ভাগে।

২৭. ভাইরাসজনিত রোগ বলা হয় _?

উত্তর: এ্যাজমা।

২৮. প্লুরার বাইরের স্তরটিকে কী বলা হয় ?

উত্তর: প্যারাইটাল স্তর।

২৯. মানবদেহের জৈবিক প্রক্রিয়া কোনটি ?

উত্তর: রেচন।

৩০. নেফ্রন কিসের একক ?

উত্তর: বৃক্কের।

৩১. তড়িৎ বিভাজন তত্ত্বের প্রবক্তা কাকে বলা হয় ?

উত্তর: আরহেনিয়াস।

৩২. একটি জৈব সারের নাম ?

উত্তর: ইউরিয়া।

৩৩. একটি নিষ্ক্রিয় মৌলের নাম _?

উত্তর: ক্রিপটন।

৩৪. পৃথিবীর বৃষ্টির কোন স্থানে বস্তুর ওজন সর্বাধিক হয় ?

উত্তর: মেরু অঞ্চলে।

৩৫. এসিড কত সালে প্রথম আবিষ্কার হয় ?

উত্তর: ১৯৮১ সালে।

৩৬. জীবাণু বিদ্যার জনক কাকে বলা হয় ?

উত্তর: লুইপাস্তুরকে।

৩৭. অ্যামিবার গমন অঙ্গের নাম কী ?

উত্তর: ক্ষণপদ।

৩৮. জলের সবচেয়ে হালকা ধাতুর নাম কী ?

উত্তর: সোডিয়াম।

৩৯. অক্সিজেন সিলিন্ডারে কী গ্যাস মেশানো হয়ে থাকে ?

উত্তর: হিলিয়াম।

৪০. মানবদেহে মোট হাড়ের সংখ্যা কত ?

উত্তর: ২০৬ টি।

৪১. মাইক্রো কথার অর্থ কী ?

উত্তর: অতি ক্ষুদ্র।

৪২. লোহিত রক্ত কণিকা কত দিন আয়ুষ্কাল থাকে ?

উত্তর: ৫ থেকে ৬ দিন।

৪৩. ভারতের প্রথম পারমাণবিক চুল্লি কোনটি ?

উত্তর: অপ্সরা।

৪৪. মানুষের করোটির অস্থি সংখ্যা মোট কতগুলি ?

উত্তর: ২২ টি।

৪৫. এস আই পদ্ধতিতে বলের পরম একক কী ?

উত্তর: নিউটন।

৪৬. লাইসোজোমকে কী বলা হয় ?

উত্তর: আত্মঘাতীস্থলী।

৪৭. মাছ কোথা কিসের দ্বারা নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করে থাকে ?

উত্তর: ফুলকা দ্বারা।

৪৮. দেহ প্রহরী কোষ কাকে বলা হয় ?

উত্তর: শ্বেত রক্তকণিকাকে।

৪৯. পৃথিবীর কঠিনতম ধাতুর নাম কী ?

উত্তর: হীরক।

৫০. মায়োটোম পেশি কোন প্রাণীর শরীরে দেখা যায় ?

উত্তর: মাছ।

৫১. ফল পাকাতে কোন হরমোন ব্যবহার করা হয় ?

উত্তর: ইথিলিন।

৫২. ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত ?

উত্তর: ৬ মিটার।

৫৩. মানবদেহে মোট কশেরুকার সংখ্যা কতগুলি ?

উত্তর: ৩৩ টি।

৫৪. সর্ব প্রথম কে কোষ আবিষ্কার করেন ?

উত্তর: রবার্ট হুক।

৫৫. পেশীর আবরণীকে কী বলা হয় ?

উত্তর: সারকোলেমা।

৫৬. সাদা রক্ত কণিকা কত ধরনের ?

উত্তর: পাঁচ ধরনের।

৫৭. মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি ?

উত্তর: ত্বক।

৫৮. অক্সিজেনের রাসায়নিক প্রতীক কী ?

উত্তর: O।

৫৯. পানির রাসায়নিক সূত্র কী ?

উত্তর: H₂O।

৬০. ফুসফুসের প্রধান কাজ কী ?

উত্তর: অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ।

৬১. কাঁচের প্রধান উপাদান কী ?

উত্তর: সিলিকা।

৬২. মধুতে প্রধানত কোন শর্করা থাকে ?

উত্তর: ফ্রুক্টোজ।

৬৩. কোন ধাতু সবচেয়ে হালকা ?

উত্তর: লিথিয়াম।

৬৪. দুধের প্রধান প্রোটিনের নাম কী ?

উত্তর: কেসিন।

৬৫. ভিটামিন সি-এর রাসায়নিক নাম কী ?

উত্তর: অ্যাসকরবিক অ্যাসিড।

৬৬. মাইক্রোস্কোপের উদ্ভাবক কে?

উত্তর: অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক।

৬৭. অণুজীববিদ্যার জনক কে?

উত্তর: লুই পাস্তুর।

৬৮. পেনিসিলিন আবিষ্কারক কে?

উত্তর: আলেকজান্ডার ফ্লেমিং।

৬৯. মানবদেহে হৃৎপিণ্ডের অবস্থান কোথায়?

উত্তর: বাম দিকে।

৭০. স্টেথোস্কোপের আবিষ্কারক কে?

উত্তর: রেনে লেনেক।

৭১. ম্যালেরিয়া রোগের কারণ কী?

উত্তর: প্লাসমোডিয়াম প্যারাসাইট।

৭২. মাটির পিএইচ কী দ্বারা মাপা হয়?

উত্তর: পিএইচ মিটার।

৭৩. আলোর বেগ কত?

উত্তর: প্রায় ৩,০০,০০০ কিমি/সেকেন্ড।

৭৪. কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়?

উত্তর: মঙ্গল।

৭৫. পৃথিবীর ঘূর্ণন কিসের কারণে হয়?

উত্তর: তার নিজ অক্ষের ওপর।

৭৬. সবথেকে বড় প্রাণী কোনটি?

উত্তর: নীল তিমি।

৭৭. চাঁদের কোনো বায়ুমণ্ডল আছে কি?

উত্তর: না, চাঁদের কোনো বায়ুমণ্ডল নেই।

৭৮. সূর্যের শক্তির প্রধান উৎস কী?

উত্তর: নিউক্লিয়ার ফিউশন।

৭৯. পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান কোথায়?

উত্তর: মারিয়ানা ট্রেঞ্চ।

৮০. ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কী?

উত্তর: সিসমোগ্রাফ।

৮১. পৃথিবীর মোট ভূমির কত শতাংশ বনাঞ্চল?

উত্তর: প্রায় ৩১%।

৮২. কোন গ্যাসকে ‘হাসির গ্যাস’ বলা হয়?

উত্তর: নাইট্রাস অক্সাইড।

৮৩. দুধের প্রধান শর্করা কোনটি?

উত্তর: ল্যাকটোজ।

৮৪. লোহা কোন প্রক্রিয়ায় মরিচা ধরে?

উত্তর: অক্সিডেশন।

৮৫. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?

উত্তর: মিথেন।

৮৬. কোন গ্রহকে ‘বৃহস্পতির যমজ’ বলা হয়?

উত্তর: শনিগ্রহ।

৮৭. কোন মৌল সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় পৃথিবীর ভূত্বকে?

উত্তর: অক্সিজেন।

৮৮. মঙ্গলগ্রহে প্রধানত কোন গ্যাস বিদ্যমান?

উত্তর: কার্বন ডাই অক্সাইড।

৮৯. কোনো ধাতু সবচেয়ে দ্রুত গলানো যায়?

উত্তর: পারদ।

৯০. পেনিসিলিন কোন ছত্রাক থেকে পাওয়া যায়?

উত্তর: পেনিসিলিয়াম।

৯১. কোষের মধ্যে শক্তি উৎপাদনের কারখানা কোনটি?

উত্তর: মাইটোকন্ড্রিয়া।

৯২. কোন ভিটামিন রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে সাহায্য করে?

উত্তর: ভিটামিন K।

৯৩. গাছের পাতায় কোন রঞ্জক পদার্থ থাকে?

উত্তর: ক্লোরোফিল।

৯৪. বাতাসে অক্সিজেনের শতাংশ কত?

উত্তর: প্রায় ২১%।

৯৫. পানির ঘনত্ব সর্বাধিক কোন তাপমাত্রায়?

উত্তর: ৪°C।

৯৬. কোন ধাতু বিদ্যুৎ পরিবাহিতায় সবচেয়ে বেশি কার্যকর?

উত্তর: রূপা।

৯৭. মানুষের শরীরে কোন হরমোন ঘুম নিয়ন্ত্রণ করে?

উত্তর: মেলাটোনিন।

৯৮. সূর্যগ্রহণ কত প্রকারের হয়?

উত্তর: তিন প্রকারের— পূর্ণ, আংশিক, এবং বলয়গ্রাস সূর্যগ্রহণ।

৯৯. প্রাণীজগতে সবচেয়ে দীর্ঘতম জীবনকাল কোন প্রাণীর?

উত্তর: কচ্ছপ।

১০০. কোন গ্রহকে ‘নীল গ্রহ’ বলা হয়?

উত্তর: পৃথিবী।


Related Quaries:

  • Competitive exam questions and answers in bengali pdf download
  • Competitive exam questions and answers in bengali pdf
  • Gk questions in bengali pdf
  • GK প্রশ্ন উত্তর
  • বাংলা gk প্রশ্ন উত্তর mcq
  • বাংলা gk প্রশ্ন উত্তর ছোটদের
  • জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2024
  • উত্তর সহ 50 জিকে প্রশ্ন

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Below Post Ad